হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি রেজি নং-২১৫ আয়োজনে গণভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৫ আগস্ট ) দুপুরবেলায় ৩ নং মাছ ঘাট এ দোয়া ও গণভোজে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মো.হোসেন সনি বলেন, এ মাস আমাদের শোকের মাস। আমাদের কাছথেকে এমন একজনকে হারিয়েছি বাংলার বুকে এমন নেতা আর খুজে পাব না। বঙ্গবন্ধুর সহ তার পরিবারে রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করছি।
দোয়া ও গণভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩নং মাছ ঘাট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শুক্কুর মিয়া, কোষাধ্যক্ষ সালমান সিকদার, ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী মালিক সমবায় সমিতি মো. হোসেন সনি আলমঙ্গীর, ইদ্রীসুর রহমান।