মহান স্বাধীনতার স্থপতি, জাতিপ্রতিবারেরর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে বৃহত্তর মাসদাইর যুবলীগ নেতা মিজানুর রহমানের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ আগস্ট) সকালে ৬৯ নং পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নেওয়াজ বিতরণ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বিউটি, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ৭ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মাদবর, ৮নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রধান, মহিলা মেম্বার ফারহানা আক্তার। আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মন্টু, টিটু, মিন্টু প্রমুখ।