১৭ আগষ্ট সিরিজ বোমা হামলায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ দিবস পালন করেছেন।
বৃহস্পতিবার ( ১৭ আগষ্ট) বিকেলে দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ দিবস এ সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ মানুষ এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, ১৫ আগস্ট জিয়াউর রহমানের নেতৃত্বেই হত্যাকান্ড ঘটে। যখন জিয়াউর রহমান তার স্ত্রীকে গ্রহন করতে চায় নাই, বঙ্গবন্ধু ডেকে নিয়ে স্ত্রীকে গ্রহন করতে বলেছিলো। সেই নেতার নাম বঙ্গবন্ধু। সেই নেতাকে হত্যা করেছে।
হত্যাকারীদের রুপ পাল্টায়, একেক জায়গায় একেক রকম ভাবে রুপ নেয়। তারেক জিয়ার কত বড় সাহস ওকে বঙ্গবন্ধুর নামে ডাক দেয়। তারেক জিয়া একটা বেয়াদব। সে কিভাবে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়? বিএনপির অনেক নেতাকর্মীই এটা মেনে নিতে পারে না। বিএনপিকে বাংলার মাটি থেকে বয়কট করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর,সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোঃ তাইজুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা মাসুৃম সহ প্রমুখ।