বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমাদের এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি। আমাদের দাবি কিন্তু একটাই, শেখ হাসিনা পদত্যাগ। এদেশের কোটি মানুষের স্পন্দন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জননেতা তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে সেটি হলো এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য । মানুষের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে আন্দোলনে ডাক দিয়েছেন সে আন্দোলনে আমরা সবাই আছি আপনারা সবাই আছেন তো। তাহলে হাত তুলে দেখান আপনারা সবাই আছেন কিনা।
শুক্রবার (১৮ আগষ্ট) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল রোডে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গণমিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।
আজাদ আরও বলেন, কথার কোন কিছু নাই এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি। হাসিনা চলে যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, হাবিবুর রহমান দুলাল, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল,মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।