জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ব্যস্ত সময় পাড় করছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসার ড.শিরিন বেগম।
শুক্রবার (১৮ আগস্ট) লিংরোড ও টক্কার মাঠ থেকে দিনব্যাপী ফতুল্লা ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জ বিভিন্ন স্থানে আওয়ামীলীগ- মহিলালীগ ও যুবমহিলালীগে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মিলাদ, দোয়া ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।
এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে জ্বালাময়ী বক্তব্যও রাখার পাশাপাশি নেওয়াজও বিতরণ করেন জেলা সভাপতি ড.শিরিন বেগম।
ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারজানা মায়া’র সভাপতিত্বে প্রধান অতিথি প্রফেসর শিরিন বেগম বক্তব্যে বলেন,
এমন একটি দেশ আমাদের উপহার দিয়েগেছেন সে ব্যক্তির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্য আজ বাংলাদেশ থেকে রয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বেচে গিয়েছেন বলে আজকের বংলাদেশ। তারা না থাকলে এ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান হত। আজকে আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করতে হয় আমরা রক্ষা করব এবং বঙ্গবন্ধু সোনারবালা রক্ষা করব। প্রধানমন্ত্রী নারীদের জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করে কত সুযোগ সুবিধা রেখেছে আমাদের নারীদের জন্য। মাননীয় শেখ হাসিনা আমাদের সম্মান করেছে। খালেদা জিয়া আমাদের এ সম্মান করেন নাই। তাই নারায়ণগঞ্জে ৪ আসনের এমপি আমাদের নেতা একেএম শামীম ওসমানকে পূনরায় জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।
এসময় উপস্থিত ছিলেনন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওমীলীগের যুগ্ম আহবায়ক মনিরা সুলতানা মনি, বাংলাদেশ বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গাজী সাহাব উদ্দিন সহ মহিলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হামিদুল হক কহিনূর।