নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মো. শরীফুল ইসলাম (৩২) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তারকৃত মো. শরীফুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজার রায়ের পর থেকে সে পলাতক রয়েছে। শরীফুল রংপুর জেলার গংগাচড়া থানার চর মনোয়া গ্রামের মো. সবুরের ছেলে।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৩ এর
সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
ফারজানা হক জানান, গ্রেপ্তারকৃত মো. শরীফুল ইসলামের নামে ২০২০ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ৭ মে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে এলাকা ছেড়ে রাজধানী ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।