সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ৩০০ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অসহায় ও দুস্থ মহিলাদের ভাগ্যোন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষে সদর উপজেলার পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার মাধ্যমে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে প্রশিক্ষিত মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ ১০ নং ওয়ার্ড লক্ষীনারায়ণ কটন মিল স্কুল মাঠে এ মেশিন বিতরণ করা হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ মহিলালীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শামীম আরা লাভলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মজিবর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়া, নাসিক ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক নূর আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মহসিন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা বাপ্পি প্রমুখ।