প্রেস বিজ্ঞপ্তি ঃ নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মো: মাহমুদুল হক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল রোববার দুপুর বেলায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাতকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মাহমুদুল হক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সাথে পরিচয় বিনিময় করেন।
পরিচয় বিনিময় শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মো. ইসলাম মিয়া জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। ৭ টি থানার তৃণমূল সাংবাদিকদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব গঠিত এবং সাংবাদিকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সার্বিকভাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সহযোগীতা করার আহবান জানান তিনি। এ সময় সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু জেলা প্রশাসক (ডিসি) মো: মাহমুদুল হককে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের একযুগ প্রতি স্মরণিকা উপহার দেন।সৌজন্যে সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ.এস.এম এনামূল হক প্রিন্স, সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দিলু, যুগ্ন-সাধারন সম্পাদক মো দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম, প্রচার সম্পাদক মোস্তাফা কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোক্তার হোসেন, কাযকরী সদস্য এ. কে.এম শফিউল আলম, এম হায়দার রানা, মোঃ নূর আলম আকন্দ, স্থায়ী সদস্য হাজী মো. আব্দুল, মোতালেব লক্ষন চন্দ্র দাস, আকতার হোসেন, সুমি বেগম, নিশী ও মো. আনোয়ার হোসেন ভূইয়া প্রমখ।