সিমেন্টের ব্যবসা নিয়ে কুতুবপুরের দৌলতপুরে রায়হান-মুজাহিদ বাহিনীর হামলায় ইব্রাহীম আহত হয়েছে।সিমেন্টের ব্যবসার বিরোধ নিয়ে সোমবার রাত সাড়ে ৮টায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহীমকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় সূত্র জানায়, সিমেন্ট সাপ্লাই দেয়া নিয়ে রায়হানের দোকানের কর্মচারির সঙ্গে ইব্রাহীমের দোকানের এক কর্মচারির সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে রায়হান ধারালো অস্ত্র এবং দলবল নিয়ে ইব্রাহীমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এসময় স্থানীয়রা আহত ইব্রাহীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উভয় পক্ষই চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সমর্থক হিসেবে পরিচিত।