শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বহুতল ভবনের ১৪ তলার ওপরে থাকা একটি টিন সেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে বালুর মাঠের প্যারাডাইস ক্যাবল (এম্পায়ার) বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই ১৪ তলার উপরে অনেক ধোঁয়া দেখা যায়। একই সঙ্গে অনেক ধোঁয়া দেখে আশপাশে বিল্ডিংয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, একটি বিল্ডিংয়ের ১৪ তলার ওপরে থাকা একটি গোডাউনে আগুন লেগেছিল। অনেক ওপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পোহাতে হয়েছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।