বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ (৪০) সোনাকান্দা কড়ইতলা এলাকার মৃত কবির মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী সুমন (৪০) ছালেহনগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে বাদল সিকদার ওরফে বাদল (৬০) ও রুপালী আবাসিক এলাকার মৃত আবু বক্কর শেখের ছেলে রিজন শেখ (৫৫)।
গ্রেপ্তারকৃতদের বুধবার (২৩ আগস্ট) দুপুরে মাদক মামলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে বুধবার (২৩ আগস্ট) রাত সোয়া ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ি এসআই নূরে আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৭(৮)২৩। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা উল্লেখিত এলাকার চিহিৃত মাদক সম্রাট। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট সুমন ও বাদল শিকদারের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী বন্দরে বিভিন্ন এলাকায় র্দীঘ দিন ধরে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।