বন্দরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে আনাফ (৩) ও আব্দুল আজিজ (৩) নামে দুই শিশু নিহত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার এ ঘটনাটি ঘটে। নিহত আজিজ (৩) ওই এলাকার কবীর মিয়ার ছেলে ও আনাফ নুরুজ্জামান মিয়ার ছেলে। নিহত দুই শিশু আপন চাচাত ভাই।
স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বিকেল ৪টায় আব্দুল আজিজ ও তার চাচাত ভাই আনাফ বাড়ি পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ি লোকজন খোঁজাখুজি করে তাদের কোন হদিস পায়নি। পরে সোয়া ৫টায় বাড়ির পাশে পুকুরে জুতা পরে থাকতে দেখে পুকুরে নেমে তারা খোঁজাখুজি করে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
এদিকে পুকুরে ডুবে ২ শিশুর র্মমান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। শিশু দুটির লাশ দেখার জন্য উৎসক জনতার ভিড় জমায়।