ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে কী করছে তারা সেটা বুঝতেও পারছে না। জাতীয় সরকারের অধীন ছাড়া সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুর আড়াইটায় পঞ্চবটি থানা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদস্য সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম আহম্মেদ। সঞ্চালনা করেন থানা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক বলেন, ওলামায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করুন এবং নির্বাচন নিয়ে তালবাহানা বন্ধ করুন।
বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক বলেন, শান্তি সমাবেশের নামে আওয়ামীলীগ মানুষ হত্যা করেছে, তাদের নাশকতার শিকার হয়ে যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল করিমকে অন্যায়ভাবে নিহত করেছে। অনতিবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনুন, তা না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সদস্য সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ সেলিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহামাদ মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম ও জেলা, থানা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।