1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

ডাক ঢোল পিটিয়ে ৬ ঘন্টা অপেক্ষার পরও পাননি খাবার ও বস্ত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৭৪ Time View

মাইকিং করে ডাক ঢোল পিটিয়ে এ কেমন শাহাদাৎ বার্ষিকী পালন করলেন নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগ? বৃষ্টিতে ভিজিয়ে ৬ ঘন্টা অপেক্ষার পরও মেলেনি অসহায় মহিলাদের জন্য বস্ত্র। সন্ধ্যায়
বস্ত্র বিতরণ পরিবর্তে কয়একজনকে ৫০ /১০০ টাকায় দিয়ে সদর থানা কৃষকলীগ নেতারা চলেগেলন।

এমনই ঘটনা ঘটেছে গোগনগর সৈয়দপু নাসিম ওসমান সেতু সংলগ্নে চত্বরে।

শনিবার (২৬ আগস্ট ) বিকালে নাসিম ওসমান সেতু সংলগ্নে গোগনগর সৈয়দপুরে নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ, খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

তথ্যসূত্রে জানানা যায়, ২৫ আগস্ট মাইকিং করে ডাক ঢোল পিটিয়ে বিশাল আয়োজনকরে অসংখ্য অসহায় মহিলা ও পুরুষকে বস্ত্র বিতরণের দাওয়াত দিয়ে কার্ড দাড়ি দেরকেও দেওয়া হয়নি বস্ত্র ও খাবার।

নাম প্রকাশ না করা শর্তে অনেক মহিলারা জানান আমাদের সকাল ১১ টায় এনে বসিয়ে রেখেছে। আমরা সুনেছি দুপুর ১ অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু সে অনুষ্ঠান শেষ হয় বিকাল সাড়ে পাঁটায়। এতো সময় বসিয়ে রাখা হলেও আমাদের দেওয়া হয়নি খাবার ও বস্ত্র। আমাদেরকে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। কয় একজনকে ২০. ৫০ ও ১০০ টাকা দেওয়া হলেও আমাদেরকে কিছুই দেওয়া হয়নি। আমরা অনেকের কাছে টোকেন ছিল।

তারা আরো জানান, দীর্ঘ সময় অনুষ্ঠান করে পরে তারা অতিথিদের আপ্যায়ন করতে ব্যাস্ত হয়েপরেন। অতিথিরা চলে যাওয়ার পর পর নেতারাও লাপাত্তা হয়েগেছেন।

সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট এর সভাপতিত্বে ও সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক রানা আহম্মেদ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক ও জেলা জজ কোর্ট সাবেক পি পি এড. ওয়াজেদ আলী খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এবিষয়ে প্রধান অতিথি বাবু চন্দন শীল জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে সকলকে বস্ত্র দেওয়া সম্ভব হয়নি। আবহাওয়া ভালো হলে তাদেরকে দিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি এবিষয়ে বলেন, কিছু অনলাইন মিডিয়া উদ্দেশ্যে পরিণতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আবহাওয়া খারাপ হওয়াতে অনেককে দিতে পারেন নাই। তাছাড়া পর্যাপ্ত পরিমান শাড়ি ও শুকনা খাবার ছিল। তাদেরকে পরে দিয়ে দিবে।

সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট তাকে একাধীক বার ফোন দিলেও তিনি রিছিব করেন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL