ফতুল্লার কাশিপুর থেকে আফজাল হত্যা মামলার আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী জুয়েল প্রধান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়েল প্রধান ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকার মৃত নুরল ইসলাম প্রধানের পুত্র। মঙ্গলবার মধ্যরাতে তাকে ফতুল্লা থানা সীমান্তের কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, চলতি বছরের এপ্রিল মাসে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে আফজাল কে। সেই হত্যা মামলার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া অপর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এই জুয়েল প্রধান।
উল্লেখ্য যে, গত নভেম্বর মাসে চাঁদার দাবীতে রাশেদ নামের এক ব্যবসায়ীকে মোটর বাইক থেকে নামিয়ে পিটিয়ে হাত- পা ভেঙ্গে দিয়ে মোটর বাইক টি ছিনিয়ে নেয় জুয়েল প্রধান ও তার সহোযোগি সন্ত্রাসীরা। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলো পুলিশ সে সময় জুয়েল প্রধান কে গ্রেপ্তার করে।