জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ সম্পন্ন হয়েছে।
(৩১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে বারদী খেলার মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, ‘নারায়ণগঞ্জ ৩ আসনের বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে বলেন বলবো, আপনি স্কুলের গন্ডি পার হননি।
আপনি রাজনীতি কি বুঝাবেন? পর্যটন, রাস্তাঘাট, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় সোনারগাঁয়ের কি উন্নয়ন করেছেন? পার্শ্ববর্তী আড়াইহাজারে যান কিভাবে উন্নয়ন হয়েছে তা দেখেন। সাংসদ একেএম শামীম ওসমান ভাই কিভাবে উন্নয়ন করেছেন তা দেখেন। জননেত্রী শেখ হাসিনার দয়ায় এমপি হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। তাই তৃণমূল নেতা-কর্মীদের কথা ভেবে সোনারগাঁ আসনে নৌকার মনোনয়ন দিতে প্রাণপ্রিয় নেত্রীকে অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে এবং বারদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুব পারভেজ, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ সরকার, সিনিয়র সহ-সভাপতি সাঈদ সরকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আলী মিয়া প্রধান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল হোসেন, উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ জাহান সরকার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু ও বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ও স্থানীয় কয়েক হাজার জনসাধারণ উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন। দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।