সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রানা ওরফে ইয়াবা রানা ও তার সহযোগীদের রমরমা মাদক ব্যবসায় ধ্বংসের মূখে পতিত হচ্ছে যুব সমাজ। দীর্ঘদিন ধরে রানা ও তার সহযোগীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
যার ফলে সহজেই হাতের কাছে মাদক পাওয়ায় সিদ্ধিরগঞ্জের যুবসমাজ ঝুঁকছে মাদকে। স্থানীয়রা এদের বিরুদ্ধে ভয়ে মূখ খুলতে সাহস পাচ্ছেনা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুলের দক্ষিন পাশে আইডিয়াল স্কুলে গলি ও মদিনা সুপার মার্কেটের পিছনে মাদক ব্যবসায়ী রানার বাড়িতে দীর্ঘদিন যাবৎ চলছে মাদক ব্যবসা, মাদক সেবন ও জুয়ার আসর। রানা ৮/১০ জন মাদক ব্যবসায়ীদের নিয়ে গড়ে তুলেছে মাদকের সেন্ডিকেট। তাদের মধ্যে অন্যতম সহযোগী হলো চিহ্নত মাদক ব্যবসায়ী মিতুল, আকাশ ও সাব্বির।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০ টি ওয়ার্ডই সিদ্ধিরগঞ্জের মধ্যে। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে রয়েছে মাদক ক্রেতা ও বিক্রেতাদের অবাধ বিচরণ। সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড, বিদ্যুৎ কেন্দ্র, ডিপিডিসি, র্যাব-১১-এর সদর দপ্তর, বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান অবস্থিত।
একাধিক শিল্প প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থাকায় এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ থানার অলিগলিতে প্রকাশ্যে মাদকের রমরমা কারবার করে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে উদীয়মান শিক্ষার্থীরা।
সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড বর্তমানে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আর এ ওয়ার্ডের রাঘববোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে বিক্রি করছে মাদক।
নাম প্রকাশে অনিচ্ছুক মিজমিজি টিসি রোড এলাকার এক বাসিন্দা জানান, ঘর থেকে বের হলেই দেখেন মাদক কেনাবেচা করছে মাদক ব্যবসায়ীরা। দিনরাত বীরদর্পে চালিয়ে যাচ্ছেন রমরমা মাদক ব্যবসা। আর এই মাদক ব্যবসার শেল্টার দিচ্ছেন একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রানা ওরফে ইয়াবা রানা।
সোহেল নামে নাসিক ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা জানান, মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। তিনি চান প্রশাসন দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালু রেখেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে মাদকের বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।