বিসমিল্লাহ হোমিও হল এর ২১ বৎসর পূতি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল ৩ টায় তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিসমিল্লাহ হোমিও হল এর প্রতিষ্ঠাতা ডা. মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হোমিওপ্যাথিক ডক্টরস লীগ বাংলাদেশ সোমাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল অত্র কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ সাঈদ হাসান খান, অভিভাবক প্রতিনিধি সদস্য ডা. মুজ্জাফফর আহমদ বাবু, অভিভাবক প্রতিনিধি সদস্য ডা. কাজী ইব্রাহীম, হোমিওপ্যাথিক ডক্টরস লীগা বাংলাদেশ সোসাইটির যুগ্ন-সাধারন সম্পাদক ডা. মো. তারিকুল ইসলাম, হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. রোকেয়া বেগম, সিনিয়র সহ- সভাপতি মোঃ হানিফ মিয়া ও সাধারন সম্পাদক ডা. মোঃ হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা গুরুত্বপূণ বক্তব্যে রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় যারা বিজয়ী হয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর আন্তজাতিক বিষয়ক সম্পাদক ডা. নুরজাহান নীরা, ডা. হানিপ মিয়া, ডা. পারভীন আক্তার জুতি, ডা. সাইফুদ্দিন মিলন, ডা. মা মনি সাহা, ডা. সুনিতা দাস, ডা.মোঃ শামীম, ডা. লায়লা আক্তার ও ডা.আসমা আক্তার কবীর। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডা. মোঃ দেলোয়ার হোসেন, ডা. মা মনি সাহা, ডা. সুনিতা দাস, ডা. সাইফুদ্দিন, ডা. রায়হান মাহমুদ, ডা. নুরজাহান নীরা ও ডা. জিয়াসমিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর সহ – সভাপতি ডা. পারভীন আক্তার জুতি ও সহ – আন্তজাতিক বিষয়ক সম্পাদক ডা. গাজী খায়রুজ্জামান।