বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থিত স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এসময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন নির্বাচন ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে রাজপথের আন্দোলন-সংগ্রামে নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত হয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে জোরালো ভুমিকা রাখার দিক নির্দেশনা প্রদান করেন।
শুভেচ্ছাকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহেব উল্লাহ রোমান, মাহবুবুর রহমান জুলহাস, রুবেল কিবরিয়া, হামিদুর রহমান সুমন, আক্তার হোসেন, রাজা মিয়া, লুৎফর রহমান রাসেল, মোশারফ হোসেন মোশু, মো. পনির, সজল, সাজন, কাজী সাদ্দাম, জাহিদ, আলীনুর, ফজলে রাব্বী, শাহীন আহমেদ, মাহাদী হাসান মিঠুন, বাচ্চু বাদশা, পাপ্পু, সাইফুল ইসলাম, মাসুম, উজ্জ্বল, বাবুল, রুহুল আমিন, সায়েম রিংকু, সাইফুল মিঠু, আমিনুল, শিপলু, জামাল হোসেন, গোলাম মোস্তফাসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।