উল্লেখ্য, জমি-জমা নিয়ে বিরোধের সূত্রে ধরে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রমের মো. শানু মৃর্ধার ছেলে আলামিন মিলঘর বাজার থেকে বাড়ী যাওয়ার উদ্দেশে রওয়ানা দিয়ে হাতেম মৃধার বাড়ির সামনে পৌছালে তার (আলামিন) পথ গতিরোধ করে আলামিনের চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই লাবিব মৃধার নেতৃত্বে কয়েকজন যুবক আমামিনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও বাম পাজরে চাকু ঢুকিয়ে আহত করে। পরে আলামিনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ঘটনার সাথে জড়িত মোতালেব মৃধা ও লাবিব মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’