1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

ফতুল্লায় চাঁদের আলোর ঘটনা ধামাচাপা দিতে দৌড়-ঝাপ করছেন কারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ Time View

ফতুল্লার পাগলা দক্ষিন নয়ামাটি এলাকায় চাঁদের আলো মাদক নিরাময় কেন্দ্রের ভেতর যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর একটি চক্র মাঠে নেমেছে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য। চক্রটি গণমাধ্যমকর্মী ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে দেনদরবার করছেন অভিযুক্ত আক্তারুজ্জামানের পক্ষে।
তবে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছেন, চাঁদের আলো নিরাময় কেন্দ্রের মালিককে শোকজ করে ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া নিরাময় কেন্দ্রটি পরির্দশন করা হয়েছে।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয়ের নিচে শত শত ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে কথিত নিরাময় কেন্দ্রটি বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

ওদিকে স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি মাদক সেবনের নিরাপদ আশ্রয়স্থল ও টর্চার সেল। নির্যাতনের শিকার ও ভয়ে কেউ পালিয়ে গেলে তো গেলো। আর যে পালাতে গিয়ে ব্যর্থ হয়, তার উপর চালানো হয় কঠোর নির্যাতন।

 

এছাড়া আক্তারুজ্জামান স্থানীয় সন্ত্রাসী ও বখাটে কিছু যুবককে রেখেছেন তার কেন্দ্র পাহারায়। ফলে ভয়ে স্থানীয় লোকজন এ নিয়ে টু-শব্দ করেন না।

 

এছাড়া ‘চাদের আলো’ নিরাময় কেন্দ্রের ভেতর নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি ধামাচাপা দিতে নিরাময় কেন্দ্র থেকে সুবিধাভোগী একটি চক্র মাঠে নেমেছে। এবং গণমাধ্যমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দৌড়-ঝাপ করছে তারা। এমনকি ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করারও চেষ্টা চালাচ্ছে।

 

যদিও আক্তারুজ্জামান পাটোয়ারী দাবী করেছেন, ভিডিওটি পুরনো। ভিডিওতে দেখা নির্যাতনের শিকার ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। তাই তাকে ধরে এনে একজন অভিভাবকের মতো শাসন করেছি।

 

নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুন জানান, ভাইরাল হওয়া ভিডিও দেখার পর আমরা নিরাময় কেন্দ্রটি পরির্দশন করেছি। এবং মালিককে শোকজ করেছি। ২৪ ঘন্টার মধ্যে জবাব দেয়ার জন্য সময় বেধে দেয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া নির্যাতনের শিকার যুবকের বক্তব্য এবং নিরাময় কেন্দ্রের অন্যান্য যুবকদের বক্তব্য নেয়া হয়েছে।

 

যদিও সোমবার (৪ সেপ্টেম্বর) এই কর্মকর্তা বলেছিলেন, মাদকাসক্ত কোন পেসেন্টকে মারধর করার কোন নিয়ম বা সুযোগ নেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে। যদি কোন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ রকম কোন ঘটনা ঘটে থাকে এবং প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

অথচ ভিডিওতে প্রকাশ্যে যুবককে হাত পা চেপে ধরে মধ্যযুগীয় কায়দায় পিটানো হলেও তাৎক্ষনিক ব্যবস্থা নেননি তিনি।

প্রসঙ্গত: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার দক্ষিন নয়ামাটি নাককাটার মোড়ে অবস্থিত‘ চাঁদের আলো’ নামের মাদক নিরাময় ও পূর্ণ নির্বাসন কেন্দ্র। এর চেয়ারম্যান হচ্ছেন আক্তারুজ্জামান পাটোয়ারী নামে এক ব্যক্তি। খন্ড খন্ড কয়েক মিনিটের ভিডিওতে দেখা যায়, নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান আক্তারুজ্জামান লাঠি হাতে কয়েকজন যুবককে নির্দেশ দিচ্ছেন অপর এক যুবককে বেডে শোয়ানোর জন্য। তখন যুবকটি বলে আমাকে জোর করতে হবে না।

 

আমি নিজেই শোব। এক পর্যায়ে যুবকরা যুবকটিকে জোর করে বেডে শোয়ায়। তখন তার হাত পা চেপে ধরে রাখে যুবকরা। যুবকটি ভয়ে কান্নাকাটি শুরু করলে আক্তারুজ্জামান উচ্চস্বরে গান বাজাতে বলেন।

 

পরে সাদা লুঙ্গি ও সাদা গেঞ্জি পরিহিত আক্তারুজ্জামান নিজেই লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় যুবকটিকে পেটাতে থাকেন। এ সময় যুবকটি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকে। এমন একটি ভিডিও সোমবার (৪ সেপ্টেম্বর) সসামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL