নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড ডেঙ্গু ঝুকিতে থাকা এলাকাগুলোর মধ্যে অন্যতম, এই ওয়ার্ডের আওতাধীন এলাকাগুলোর মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি মাহমুদনগরে, অন্চলটিতে ডেঙ্গুর বিস্তার দিন দিন বেড়েই চলেছে, এলাকাটির বেশ কিছু মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছে কেউবা আবার চিকিৎসা শেষে বাড়ীও ফিরেছেন। কয়েক দিন আগে মকবুল নামে একজনের মৃত্যুর পর মাহমুদনগরে ডেঙ্গু এখন একটি আতংকের নাম।
এতকিছুর পরও ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশা নিধনে সিটি করপোরেশনের নেই কোনো উদ্যোগ, নেই কোনো কার্যক্রম। ২০ নং ওয়ার্ডভুক্ত এলাকাগুলোতে স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলেও মাহমুদনগরে নাসিকের এরকম কোনো পদক্ষেপ কারোরই চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে।
এমনই এক পরিস্থিতিতে এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নাসিকের সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে মাহমুদনগরবাসী, ১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে মাহমুদনগর বড় মসজিদের সামনে বিভিন্ন পোস্টার হাতে শত শত নারী, পুরুষ, ছাত্র, যুবক এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে এলাকাবাসী গণমাধ্যমকে জানায়, মশার জালায় বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, মহিলারাও তাদের সাংসারিক কাজকর্ম নির্বিঘ্নে করতে পারছেনা, মোটকথা মশার যন্ত্রনায় এই এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, মাহমুদনগরের প্রায় প্রতিটি ঘরে ঘরে রয়েছে ডেঙ্গু রোগী। সংশ্লিষ্টদের দৃস্টি আকর্ষণ করতে বাধ্য হয়েই মানববন্ধন করেছি।
ডেঙ্গু প্রতিরোধে নাসিক কার্যকরী পদক্ষেপ গ্রহনে ব্যর্থ হওয়ায় নিজেদের জীবন বাচাতে এডিস নিধনে স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার দাবী জানিয়ে মাহমুদনগরবাসী এখন স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সহায়তা ও জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।