oপ্রিমিয়ার কোয়ালিটির খাবার পরিবেশন ও ক্রেতাদের সুন্দর পরিবেশ উপহার দেয়ার প্রতিশ্রুতি নিয়ে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় উদ্বোধন হলো রেস্টুরেন্ট টেস্টি ওয়েভস এর।
রবিবার ১০ সেপ্টেম্বর দুপুরে গন্যমান্য ব্যক্তি ও ক্রেতাদের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মধ্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রেস্টুরেন্টটি।
বার্গার, পিজা, চওমিন, সেট মেনু ও মিড বক্সের মতো ফাস্ট ফুড ও মিনি চাইনিজ আইটেমগুলো এখন পাওয়া যাবে রেস্টুরেন্টটিতে। ছাত্র ছাত্রী ও পরিবার নিয়ে খেতে আসা মানুষ ছাড়াও সব শ্রেনী পেশার ত্রেতাদের জন্য রেস্টুরেন্টটি উপযোগী।
উদ্বোধন উপলক্ষে সকল প্রকার খাবারের উপর ১৫ পারসেন্ট ও প্রথম ৫০ জন ক্রেতার জন্য রয়েছে ৫০ পারসেন্ট ডিসকাউন্ট, প্রথম দিনেই টেস্টি ওয়েভস এ ছিলো ক্রেতাদের উপচে পড়া ভীড়।
সুন্দর পরিবেশ ও ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতি টেস্টি ওয়েভস কতৃপক্ষের। সরকারী মহিলা কলেজ থেকে তোলারাম কলেজে যাওয়ার পথে, চেন্জেস স্কুলের বীপরিতে রেস্টুরেন্টটির অবস্থান হওয়ায় ব্যাপক কাস্টমারের সমাগম আশা করছে রেস্টুরেন্টটির মালিকপক্ষ।