বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ধৃতরা হলো বন্দর থানার দেওয়ানবাগস্থ ছোটবাগ এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে রাকিব (২০) ও একই এলাকার সুরুজ মিয়ার বাড়ি ভাড়াটিয়া লাল মিয়ার ছেলে রবিউল (২০)। এর আগে গত সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি এএসআই সাইফউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৪(৯)২৩।