এসডিজি বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সোনারগাঁ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা শীর্ষক সেমিনার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে এ সভা করা হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: ইব্রাহীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমবায় কর্মকর্তা মো:মিজানুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সচিব, সমাজ কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা স্বাগত বক্তব্যে বলেন, উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০ হাজার ভাতা ভোগী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি ভাতা পায়। পল্লী সমাজসেবা আর্থ সামাজিক উন্নয়ণ ঋণ কার্যক্রমের আওয়ায় ক্ষুদ্র ঋণে দেড় কোটি টাকা বিনিয়োগ ও গত অর্থ বছরে ৭৫ লাখ টাকা পূণ বিনিয়োগ করা হয়েছে।
এছাড়া ক্যান্সার, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ রোগীদের ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা, ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রমে ১২ জনের একটি তালিকা পাঠানো হয়েছে এবং অসহায় ও দুস্থ রোগীদের জন্য রোগী কল্যান সমিতি করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন ভাতার আবেদন করা জন্য সমাজসেবা অফিসে আসতে হয় না, ইউনিয়ন তথ্য কেন্দ্র অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার জন্য কারো কাছে ঘুরতে হবেনা, কাউকে টাকাও দিতে হবেনা।