নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. তছির উদ্দিন (৩৭) নামে চুরি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানার দেওয়ান বাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. তছির উদ্দিন দিনাজপুর জেলার বিরামপুর থানার কেশবপুর গ্রামের কবের উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা কর্তৃক পেনাল কোডের ৩৮০ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে এক বৎসরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া ছাড়াও তার বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল এ্যাক্ট মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। যার মামলা নং-৪৬৪/২০ এবং জিআর নং-১০৪/২০।