সিদ্ধিরগঞ্জে ৭৮ কেজি গাঁজাসহ মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি মোবাইল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আলমগীর হোসেন নোয়াখালী জেলার থানা-কবিরহাট থানার বড় রান্দেরপুর গ্র্রামের আঃ কুদ্দুসের ছেলে।
র্যাব জানায়, অভিযানে আনুমানিক তেইশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্য মানের ৭৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার তরা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে সে । তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।