সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে হাসান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার দেহ তল্লাসী করে ৮০ পুরিয়া হেরোইন উদ্ধর করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসান সানারপাড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার দুুপরে পুলিশ হাসানের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। এরআগে বুধবার দিবাগত রাতে থানার সানারপাড় কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ন কবির-২ জানান, হাসান একজন মাদক ব্যবসায়। সে দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রয় করে আসছিল।