1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
তারেক রহমানের নির্দেশে সদর থানা বিএনপি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ রাজনীতিবিদরা কন্টোল করে প্রশাসনকে!- আবু সাউদ মাসুদ বিএমটিএ’ না’গঞ্জ জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত  বেপারী পাড়া ক্লাব ও যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার আয়োজনে দোয়া মাহফিল না’গঞ্জের প্রশাসন তাদের নিজ স্বার্থের জন্য কাজ করে- মাসুদুজ্জামান মাসুদ বিচারহীনতার সংস্কৃতি যেন এদেশে চালু না হয়:মামুন মাহমুদ নতুন দুর্বৃত্তচক্র নারায়ণগঞ্জে গডফাদার হওয়ার চেষ্টায় মরিয়া : রাব্বি সরকারের প্রতিশ্রুতির আলোকে যেন জুলাই ঘোষণাপত্র হয় : আল আমিন বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রায়ত দুই সাংবাদিকের জন্য দোয়া

বন্ধু জনি স্মৃতি সংসদ এর আয়োজনে প্রথম পর্বের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

জুম্মন সোহেল
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

বন্ধু জনি স্মৃতি সংসদ এর আয়োজনে প্রথম পর্বের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর ) বিকালে পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্নে যুবলীগ নেতা মো.রাজিব এন উদ্যোগে আয়োজিত ডি আর ফুটবল খেলার প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

 

আজকের খেলায় মৃদুল স্পোটিং ক্লাব বনাম জিএম প্রিন্টিং এন্ড ফ্যাশন এবং দেওয়ানী স্পোর্টিং ক্লব বনাম প্রধান বাড়ি অংশগ্রহণ করেন। মৃদুল স্পোটিং ক্লাব’কে ০ -২ গোলে হারিয়ে জিএম প্রিন্টিং এন্ড ফ্যাশন বিজয়ী হন। প্রধান বাড়ি ১- দেওয়ান বাড়ি স্পোর্টিং ক্লব ২ গোলে বিজয়ী হয়েছেন।

 

বন্ধু জনি স্মৃতি সংসদ এর আয়োজকদের মধ্যে হলেন, নাসিক ১৭ নং ওয়ার্ড যুবলী নেতা মো. রাজিব, মো. ইমরান, মুকুল, মামুন প্রমুখ।

 

এ ফুটবল খেলা আয়োজক বৃন্দরা বলেন, বন্ধু জনি স্মৃতি সংসদ আয়োজনে এমন একটি খেলার আয়োজন করে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়ের -১ আব্দুল করিম বাবু। এবং এ খেলার আসর উদ্বোধন করেছেন তিনি। মূলত কাউন্সিলর সাহেব ১৭ নং ওয়ার্ডে যুব সমাজকে মরণবেদী মাদক থেকে দূরে রাখার জন্য এ উদ্যোগ।

 

প্রতিনিয়ত খেলাধুলার চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করে তুলেছেন। তিনি শুধু গরিব অসহায় মেহনতি মানুষের বন্ধুই নয় যুব সমাজের অংহকার।

 

তারা আরোও বলেন, প্রতিটি এলাকায় পাড়া মহল্লা থেকে
বর্তমানে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে বিলীন যাচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। খেলাধুলা ও সাংস্কৃতিক যুব সমাজের মাঝে ফিরিয়ে আনতে আমাদের এ উদ্যোগ। এ আয়োজনে প্রতিটা এলাকা থেকে আগত ২০ দল রয়েছে। আমরা প্রতিদিন ৪টি দলকে প্রতিদিন ২ টি করে খেলার আয়োজন করেছি। এ খেলা মূলত আন্তর্জাতিকভাবে নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। মাঠের কানায় কানায় দর্শকবৃন্দ খেলার উপভোগ করছেন।

 

এই খেলার আসরে ২০ টি টিম হলো, মরহুম মুরাদ স্মৃতি সংসদ, ফ্রেন্স এভার, আয়াজ স্পোর্টিং ক্লাব, পাইকপাড়া ক্রীড়া সংস্থা, আলিফ স্মৃতি, মাই স্টাইল, মৃদুল স্পোটিং ক্লাব, রফিক স্পোটিং ক্লাব, জিএম প্রিন্টিং এন্ড ফ্যাশন, সাইলেন্ট ক্লিলার, সিয়াম স্মৃতি, মরহুম রশিদ বেপাড়ি স্মৃতি সংসদ, নামাপাড়া একাদশ, বা্প্পি স্মৃতি সংসদ, অজিত স্মৃতি, নামাপাড়া উন্নয়ন সংসদ, কিং সিটি নাঃগঞ্জ, বাংলা বাজার প্রধান বাড়ি, আম বাগান একাদশ, দেওয়ান বাড়ি স্পোর্টিং ক্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL