বন্ধু জনি স্মৃতি সংসদ এর আয়োজনে প্রথম পর্বের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর ) বিকালে পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্নে যুবলীগ নেতা মো.রাজিব এন উদ্যোগে আয়োজিত ডি আর ফুটবল খেলার প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
আজকের খেলায় মৃদুল স্পোটিং ক্লাব বনাম জিএম প্রিন্টিং এন্ড ফ্যাশন এবং দেওয়ানী স্পোর্টিং ক্লব বনাম প্রধান বাড়ি অংশগ্রহণ করেন। মৃদুল স্পোটিং ক্লাব’কে ০ -২ গোলে হারিয়ে জিএম প্রিন্টিং এন্ড ফ্যাশন বিজয়ী হন। প্রধান বাড়ি ১- দেওয়ান বাড়ি স্পোর্টিং ক্লব ২ গোলে বিজয়ী হয়েছেন।
বন্ধু জনি স্মৃতি সংসদ এর আয়োজকদের মধ্যে হলেন, নাসিক ১৭ নং ওয়ার্ড যুবলী নেতা মো. রাজিব, মো. ইমরান, মুকুল, মামুন প্রমুখ।
এ ফুটবল খেলা আয়োজক বৃন্দরা বলেন, বন্ধু জনি স্মৃতি সংসদ আয়োজনে এমন একটি খেলার আয়োজন করে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়ের -১ আব্দুল করিম বাবু। এবং এ খেলার আসর উদ্বোধন করেছেন তিনি। মূলত কাউন্সিলর সাহেব ১৭ নং ওয়ার্ডে যুব সমাজকে মরণবেদী মাদক থেকে দূরে রাখার জন্য এ উদ্যোগ।
প্রতিনিয়ত খেলাধুলার চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করে তুলেছেন। তিনি শুধু গরিব অসহায় মেহনতি মানুষের বন্ধুই নয় যুব সমাজের অংহকার।
তারা আরোও বলেন, প্রতিটি এলাকায় পাড়া মহল্লা থেকে
বর্তমানে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে বিলীন যাচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। খেলাধুলা ও সাংস্কৃতিক যুব সমাজের মাঝে ফিরিয়ে আনতে আমাদের এ উদ্যোগ। এ আয়োজনে প্রতিটা এলাকা থেকে আগত ২০ দল রয়েছে। আমরা প্রতিদিন ৪টি দলকে প্রতিদিন ২ টি করে খেলার আয়োজন করেছি। এ খেলা মূলত আন্তর্জাতিকভাবে নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। মাঠের কানায় কানায় দর্শকবৃন্দ খেলার উপভোগ করছেন।
এই খেলার আসরে ২০ টি টিম হলো, মরহুম মুরাদ স্মৃতি সংসদ, ফ্রেন্স এভার, আয়াজ স্পোর্টিং ক্লাব, পাইকপাড়া ক্রীড়া সংস্থা, আলিফ স্মৃতি, মাই স্টাইল, মৃদুল স্পোটিং ক্লাব, রফিক স্পোটিং ক্লাব, জিএম প্রিন্টিং এন্ড ফ্যাশন, সাইলেন্ট ক্লিলার, সিয়াম স্মৃতি, মরহুম রশিদ বেপাড়ি স্মৃতি সংসদ, নামাপাড়া একাদশ, বা্প্পি স্মৃতি সংসদ, অজিত স্মৃতি, নামাপাড়া উন্নয়ন সংসদ, কিং সিটি নাঃগঞ্জ, বাংলা বাজার প্রধান বাড়ি, আম বাগান একাদশ, দেওয়ান বাড়ি স্পোর্টিং ক্লব।