1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

বন্দরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় ২ নারীসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

বন্দরে তালাক প্রাপ্ত স্বামী ও তার আত্মীয় স্বজনদের সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলার এজাহারভূক্ত দুই মহিলা আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতদের বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বন্দর চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উইলসন রোড এলাকার মনির মিয়ার ছেলে মামলার ১নং এজাহারভূক্ত আসামী শাহাদাত হোসেন (২০) তার মা নাজমা বেগম (৩৫) ও একই এলাকার শহিদ মিয়ার স্ত্রী রাহিমা বেগম (৫৫)।

 

এর আগে গত ৯ সেপ্টেম্বর রাত ২টায় বন্দর কবরস্থান সংলগ্ন উইলসন রোড এলাকায় এ সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভ’ক্তভোগী আলমগীর শেখ বাদী হয়ে গত সোমবার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের র্নিদেশে ৫ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

 

মামলার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর উইলসন রোড এলাকার মনির মিয়ার ছেলে শাহাদাত হোসেন মামলার বাদী নাবালিকা কণ্য ঐশি মনিকে ফুসলিয়ে প্রেমের কথা বলে গত ১ বছর পূর্বে কৌশলে ১নং বিবাদী শাহাদাত হোসেন তাদের বাড়িতে নিয়ে মিথ্যা সংসারের নামে দৈহিক সম্পর্ক স্থাপন করে নানা ভাবে অত্যাচার নির্যাতন করে আসছিল।

 

গত ৩ ,মাস পূর্বে ঐশি মনি ১নং বিবাদী বাড়ি থেকে পালিয়ে তার পিত্রালয়ে আসে। এর ধরাবাহিকতায় গত ১৭ আগস্ট বাদী মেয়ে ঐশি মনি নির্যাতনের কথা স্থানীয় পঞ্চায়েত তথা গনমাণ্য ব্যাক্তিবর্গকে অবগত করে তালাক প্রদান করে।
তালাক প্রদানের জের ধরে ১নং বিবাদী শাহাদাতসহ উল্লেখিত বিবাদীগন লোহার পাইপ, রড, চাপাতি ও দেশীয় অস্ত্র বাদী বাড়ি দরজা জানালা ভেঙ্গে বসত ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে। পরে ২নং, ৩নং, ও ৫নং এজাহারভ’ক্ত আসামী বাদী মেয়েকে টেনে হেচরে বাসা থেকে বাহির করার চেষ্টা করলে মামলার বাদী এতে বাধা প্রদান করে।

 

পরে হামলাকারি তালাকপ্রাপ্ত স্বামী শাহাদাত হোসেন আলমারি খুলে বিদেশ থেকে পাঠানো নগদ দেড়লাখ টাকা জোর পূর্বক ভাবে নিয়ে যায়। ২নং বিবাদী চাকুর ভয় দেখিয়ে আলমারী ড্রয়েরে রাখা ১ ভড়ি ওজনের স্বর্ণের চেইন ও ২ ভড়ি ওজনের স্বর্ণের চুরি নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL