বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নজরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধা রক্তাক্ত জখম করে আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী আহতকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এ ঘটনায় ভ’ক্তভোগী নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা গ্রহন করে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসী পিতা ইয়ানবী ও সন্ত্রাসী পুত্র হাবিবুর রহমানসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় বন্দর উপজেলার তমদরদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার তমদরদী এলাকার গোলাম হোসেন প্রধানের ছেলে নজরুল ইসলামের সাথে একই এলাকার মৃত ইউসুব আলী ছেলে ইয়ানবী সাথে গত ২ বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষ ইয়ানবী ও তার সন্ত্রাসী ছেলে হাবিবুরসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন সন্ত্রাসী নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলাপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।