নারায়ণগঞ্জ থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে নবীগঞ্জ গুদারা ঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বন্দর সোনাকান্দা এলাকার গোপাল মোল্লা ছেলে মো. রিফাত মোল্লা (২৬), নারায়ণগঞ্জ সদর দক্ষিণ রেলীবাগান এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাগর (২৮), বন্দর ইসলাম বাগ এলাকার খলিলুর রহমানের ছেলে মো. রাজু মিয়া (৪০) ও একই থানা এলাকার মো. আলীর ছেলে মো. সবুজ (৩২)।
ডিবির উপ-পরিদর্শক এস এম শামীম জানান, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন সংবাদ ডিবি পুলিশের কাছে আসে। সে সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।