আওয়ামী লীগ দেশে আবারও ‘অলিখিত বাকশাল’ কায়েম করেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, “আওয়ামী লীগ যে গণতন্ত্র হরণ করেছে তা ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে।”
বুধবার ( বুধবার ) বিকেলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইনবোড পাসপোর্ট অফিস সংলগ্নে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ১ দফা দাবিতে জন সমাবেশে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। বেলা তিনটা থেকে এই সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত।
মঈন খান বলেন, ‘স্বাধীনতার পর গণতন্ত্রকে হরণ করে আওয়ামী লীগ একবার বাকশাল কায়েম করেছিল, আবারও অলিখিত বাকশাল তারা কায়েম করেছে। যে সরকার ভোটের অধিকার হরণ করে সেই সরকার কোনদিন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার হতে পারে না।’
উন্নয়নের নামে লুটপাট চালিয়ে ক্ষমতাসীন সরকার ‘দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে দিয়েছে’ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘পাকিস্তান ২২টি ধনী পরিবার সৃষ্টি করেছিল আর আওয়ামী লীগ ২২০টি ধনী পরিবার সৃষ্টি করেছে। যারা দেশের গরীব মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। ৪২ বিলিয়ন ডলারের রিজার্ভ কীভাবে অর্ধেকে নেমে এসেছে সেই জবাব জনগণের কাছে এই সরকারকে দিতে হবে।’ ‘মিথ্যা কথা বলে, ভাওতাবাজি দিয়ে, মানুষকে প্রতারিত করে বিশ্বের কাছে বাংলাদেশের একটি মিথ্যা চিত্র তুলে ধরেছিল। এখন সারাবিশ্বে স্বৈরাচারী আওয়ামী স্বৈরাচারী সরকারের মুখোশ খুলে গেছে।’, বলেন এই বিএনপি নেতা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন। কাদের সাহেব আপনাকে ৩৬ ঘন্টা সময় দিলাম। পুলিশ আর র্যাব ছাড়া আসেন, যেখানে খেলতে চান খেলবো। আমরা খেলতে চাই।’
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রী যুবদলের প্রথম সদস্য ও জেলা যুবদের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।