ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির আয়োজনে ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল নির্বাচন, সংখানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চায় না। সকল ধরনের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করেছেন।আমাদের সাধারণ জনগণের কাছে কিছু নাই সব কিছুই আছে আওয়ামী লীগের ছোট-বড় নেতাদের কাছে। বর্তমানে এ সরকারের সাথে আছে শুধু ভারত। যারা চাওয়ার আগেই সব দিয়ে দেয়।
তিনি আরো বলেন, আমরা ৫টি মৌলিক অধিকারের জন্য রাজনীতি করি। দেশের জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন। চুরি করে বিদেশ টাকা পাচার করেছেন। সেই আমেরিকায় গিয়ে ছিলাম যেখানে শামীম ওসমান কে ধাওয়া করেছিল। গতকাল দেশে এসেছি। অক্টোবর জুড়ে কর্মসূচী পালিত হবে।