তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুই ‘সন্ত্রাসী’ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম৷ হামলাকারীদের একজন আত্মঘাতী হয়েছেন।
ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
রোববার তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের কাছে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন হামলাকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশদ্বারে গাড়িতে করে এসে বোমা হামলা চালিয়েছে৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসীদের একজন নিজেকে উড়িয়ে দিয়েছে, অপরজনকে নিরস্ত্র করা হয়েছে৷” বিস্ফোরণের কারণে জ্বলে ওঠা আগুনে পুলিশের দুই সদস্য ‘সামান্য আহত’ হয়েছেন বলে জানান তিনি।
এই ঘটনার পেছনে কারা আছে সে বিষয়ে আর কিছু বলেননি তিনি৷ এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি৷ অতীতে কুর্দিশ, কট্টর বামপন্থি সংগঠন এবং ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা দেশটিতে প্রাণঘাতী হামলা চালিয়েছে৷ গত বছর এমনই এক হামলায় ইস্তাম্বুলে দুই শিশুসহ ছয়জন নিহত হন৷ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও সিরিয়ান কুর্দিরা এই হামলার জন্য দায়ী ছিল বলে দাবি করে সরকার।
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান রোববারের ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সন্ত্রাসীরা’ কখনও তাদের লক্ষ্য অর্জনে সফল হবে না৷ তিনি বলেন, ‘‘যে দুর্বৃত্তরা জনগণের শান্তি ও নিরাপত্তার হুমকি প্রদান করছে তারা তাদের লক্ষ্য অর্জনে সফল হয়নি এবং কখনও হবে না। ’’
তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, রোববারের বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশেপাশে গোলাগুলির শব্দ শোনা গেছে৷ যানবাহনের চলাচল বন্ধ করে দেয়া, পুলিশের বিশেষ বাহিনী মোতায়েনসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে বলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
ঘটনার সময়কার ধারণকৃত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটি গাড়ি এসে থামে৷ তার থেকে একজন নেমে ভবনের সামনে এগিয়ে যান এবং নিজেকেসহ বিস্ফোরণ ঘটান।
টেলিভিশনের প্রকাশিত ফুটেজে ঘটনার পর বোম নিষ্ক্রীয়করণ দলকে ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে দেখা যায়৷ এসময় বিস্ফোরিত গাড়িটির কাছে একটি রকেট লঞ্চার পড়ে থাকতেও দেখা যায়৷ তবে পরবর্তীতে ঘটনাস্থলের ছবি প্রকাশে গণমাধ্যমের উপর তুরস্কের কর্তৃপক্ষ সাময়িক নিষেধাজ্ঞা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ হামলার তদন্ত শুরু করেছে সরকারের প্রধান প্রসিকিউটর৷ সংগৃহীত : এফএস/এডিকে (এএফপি, এপি)