আগামী ১৩ই অক্টোবর নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা সফল করার লক্ষে নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি অনুষ্ঠিত হয়।
শনিবার ৭ই অক্টোবর বিকাল ৫টায় পুরাতন কোর্ট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু হাসনাত শহিদ মোঃ বাদল। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ খোকন সাহা।
এসময় আরও উপস্হিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আরমান, সদস্য মোঃ পারভেজ, মোঃ জসিম উদ্দিন, কাউন্সিলার কামরুল হাসান মুন্না, মোঃ খোকন, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর হোসেন, মোঃ আনিস আহম্মেদ, মোঃ ফয়েজ মিয়া, মোঃ সাহেদ আহম্মেদ, মোঃ খান মাসুদ, মোঃ সবুজ, ছাত্রলীগ নেতা সাফায়েত আলম সানী প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন কাঁচপুরের জনসভা সফল করার লক্ষে আমাদের সকল কে ঐক্যবদ্ধ ভাবে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করতে হবে। সকল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই এর জনসভা সফল করার জন্য আহবান জানান।