নারায়ণগঞ্জের চাষাড়াস্থ রাইফেলস ক্লাবে ফতুল্লা এবং কুতুবপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাথে সাংসদ শামীম ওসমানের পূর্ব নির্ধারিত মিটিংয়ের শুরুতেই ভবনের ২য় তলার এয়ার কন্ডিশন (এসিতে) আগুনের সুত্রপাত ঘটে৷ সমস্ত রুমে কালো ধুয়া ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মাঝে ছোটাছুটি শুরু হয়৷ এসময় সাংসদ শামীম ওসমান বয়োজ্যেষ্ঠদের শান্তভাবে রুম থেকে বের হতে সাহায্য করে এবং কয়েকজন নেতাকর্মী সাথে নিয়ে বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই তিনি নিজেই আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার ( ৭ অক্টোবর) নারায়ণগঞ্জ চাষাড়াস্থ রাইফেলস ক্লাবে দীর্ঘদিন ওমরাহ্ শেষে দেশে এসে নেতা কর্মীদের নিয়ে আলোচনায়স সভায় এয়ার কন্ডিশন (এসিতে) আগুনের সুত্রপাত ঘটে।
শামীম ওসমানের নেতৃবৃন্দরা জানান, নারায়ণগঞ্জের সিংহ পুরুষ একেএম শামীম ওসমান এর দুঃসাহসির ভূমিকায় অনেক নেতৃবৃন্দ অল্পতে রক্ষা পেলেন। তিনি আজ সত্যিই একজন অভিভাবকের কাজ করেছেন। সে নিজে হল রুমে থেকে সকল নেতৃবৃন্দদের বের করে দিয়ে আগুন নেভান।
এমপি শামীম ওসমান এর যুবলীগের কর্মী পাপন সরকার এ প্রতিবেদককে জানান, আমরা দেখেছি আমাদের এমপি মহোদয় একজন সাহসী এবং জনবান্ধব নেতা। তিনি শুধু সাধারণ জনতারর কথা ভাবেন না, তিনি নেতৃবৃন্দের কথাও ভাবেন। শামীম ওসমান আমাদের প্রকৃত অভিভাবক, তিনি তার নিজের ক্ষতির কথা না ভেবে নেতা কর্মীদের বের করে আগুন নিভান।
এসময় সাংসদ শামীম ওসমানের সাথে ছিলো ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সাবেক ছাত্রলীগ নেতা এহসানুল আহসান নিপু প্রমুখ৷