নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা করে থাকেন এবং আমরা যেটা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই ঈদুল ফিতরে যেমন হিন্দু মুসলমার সবাই উৎসব আয়োজন ও পালন করে থাকি তেমনিভাবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে আসবেন। আমরা সবাই মিলে এ উৎসব শেষ করতে চাই, এটা বাঙ্গালির উৎসব।
শনিবার (১৪ অক্টোবর) ভোরে মহালয়া উপলক্ষ্যে নারায়ণগঞ্জের দেওভোগে শ্রী শ্রী রাজা লক্ষী বারোয়ারী পূজা কমিটির আয়োজনে মহালয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, উত্তরবঙ্গের পর নারায়ণগঞ্জের এখানে এমন আয়োজন করা হয়ে থাকে। এখানে আমরা সবাই মিলে মায়ের কৃপা প্রার্থনা করব, যেন বিশ্বের ও আমাদের দেশের মঙ্গল হয়।
এর আগে ভোরে দেওভোগ মন্দিরে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে মহালয়া শুরু হয়। হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা-অর্চনা ও সাংস্কৃতির নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহালয়া পালন করেন। ভোরে মহালয়ার দেখে শত শত ভক্তরা এসে মন্দিরে ভীড় জমায়। এসময় দেবী দূর্গার অসুর বধ নাচ ও গানের মাধ্যমে এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাজা লক্ষী বারোয়ারী পূজা কমিটির সভাপতি অজিত সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা প্রমুখ।