নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় তাকে স্লো পয়জন দিয়ে অসুস্থ করেছে। আজ ওরা তাকে চিকিৎসা নিতে দিতে চায় না। এর মানে ওরা খালেদা জিয়াকে হত্যা করতে চায়।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চাষাঢ়া প্রেসক্লাবের পাশে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলে খালেদা জিয়ার বয়স হয়ে গেছে। আমি বলতে চাই তার ভেতর কোন রহম নাই। আপনি যতই চেষ্টা করুন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে আপনি তাকে হত্যা করতে পারবেন না।
আজ সকল টাকা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পকেটে। ওদের দুর্নীতির গন্ধ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ সরকারের পতনের পর দেখতে পারবেন এদের দুর্নীতি কীভাবে প্রকাশ হয়।
তিনি বলেন, ১৮ তারিখ ঢাকা মহাসমাবেশ থেকে পতনের ডাক দেয়া হবে। সেখানে আল্টিমেটাম দেয়া হবে। আমাদের দাবী যদি না মানা হয় তাহলে এ সরকারকে নামিয়ে মানুষ জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।