নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল’র আহ্ববায়ক শাখাওয়াত ইসলাম রানা বলেছেন, বিএনপির চেয়ারপারসন আমাদের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তাররা পরামর্শ দিয়েছে দেশে তার চিকিৎসা আর সম্ভব নয়। তাকে বাঁচাতে হলে অতিব দ্রুত বিদেশ নেয়া দরকার কিন্তু সরকার তাকে বিদেশে নিতে দিচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে ঢাকা নারায়ণগঞ্জ অচল করে দিব।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। তার যদি কিছু হয়ে যায় বাংলাদেশের প্রতিটি মানুষ এর জবাব দিবে।
মহানগর স্বেচ্ছাসেবকদল’র আহ্ববায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু’র উদ্যোগে বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণঅনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।