জুম্মন সোহেল: বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা- ২০২৩ইং এর সর্বোচ্চ বিক্রেতা ক্যাটাগরীতে সম্মাননা স্মরক পেলেন সৌরভ রোপ ইন্ডাস্ট্রির চেয়ারম্যন সানজিদা রহমান মুনমুন।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে চাষাড়া টাউন হলে পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে ৭দিন ব্যাপী বহুমুখী পাট ও পাটজাত পন্য মেলার সমাপনী করেন পাট অধিদপ্তর এর মহা পরিচালক অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার।
নারায়ণগঞ্জে ৭দিন ব্যাপী ২৫টি স্টল নিয়ে বহুমুখী পাট ও পাটজাত পন্য মেলায় সর্বোচ্চ বিক্রেতা হিসেবে পাট অধিদপ্তর এর মহা পরিচালক অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর কাছ থেকে সর্বোচ্চ সম্মাননা স্মরক গ্রহণ করেন সৌরভ রোপ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান সানজিদা রহমান মুনমুন ও প্রতিষ্ঠানের পরিচালক আসকারী মোঃ বাবু ।
সৌরভ রোপ ইন্ডাস্ট্রি চেয়ারম্যন সানজিদা রহমান মুনমুন নারায়ণগঞ্জ প্রেস’কে জানান, “আমি একজন নারী উদ্যোক্তা। আমি সুনামের সাথে পাটজাত বিভিন্ন পণ্য সৌরভ রোপ ইন্ডাস্ট্রিতে উৎপাদন করে থাকি। পাট জাত পণ্যগুলা মানসম্মত হওয়ায় বিভিন্ন দেশে আমরা রপ্তানি করে থাকি। আজকে আমাকে সম্মান করেছেন এ মেলাতে সর্বোচ্চ বিক্রেতা হিসেবে এবং আমি প্রথম স্থান অধীকার লাভ করি। যদি কেউ আমার কাছ থেকে সহযোগীতা চান তাহলে তাদেরকে আমি সর্বোচ্চ পরামর্শ ও সহযোগীতা করব।
সমাপনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাস, পাট অধিদপ্তরের পরিচালক এস এম মাহফুজুল হক, পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব সত্যকাম সেন সহ পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।