1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

ইজরায়েলীর অমানবিক বোমা হামলার প্রতিবাদে না:গঞ্জ ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জুম্মন সোহেল
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৩০ Time View

জুম্মন সোহেলঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসমু বিল্লাহ বলেন, অবৈধভাবে ইজরায়েল ফিলিস্তিনের উপর অমানবিক বোমা হামলা করেই যাচ্ছে। হাজারো অসহায় শিশু, নারী-পুরুষকে শহীদ করে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো দুঃখ ও পরিতাপের বিষয়, জাতিসংঘ এখানে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। তাহলে জাতিসংঘের কাজ কী আমরা জানতে চাই।

 

 

সোমবার ( ১৬ অক্টোবর ) বাদ আসর ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এ আয়োজনে ইজরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি আরোও বলেন, যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আরবের ভূখণ্ডে অবৈধ রাষ্ট্র গঠনের পায়তারা করেছিল। তার ধারাবাহিকতায় ১৯৪৮ সালে ফিলিস্তিনের জনগণ অসহায় ভেবে স্থান ইহুদীদের দিয়েছিলেন। পর্যায়ক্রমে ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন নিপীড়ন করে অবৈধভাবে ফিলিস্তিনি জায়গা দখলকরে। ৭০ বছর ধরে তাদের নির্যাতনের জবাব দিতেগিয়ে আজকে নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর আকাশ থেকে বোমা বর্ষণ চালাচ্ছে। আজকে কোথায় গেল হিউম্যান রাইট,বিশ্ব মানবাধিকার,মুসলিম দেশের সংগঠনের ওআইসি। আমি প্রধানমন্ত্রীকে বলব সংসদে নিন্দা প্রস্তাব করেন। টাকা লাগলে নেন, নয়তোবা আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে পাঠান।

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম আমরা মুসলমান ভাই ভাই এবং একটি দেহের ন্যায়। শরীরের কোথাও আঘাত পেলে যেমন সমস্ত শরীরে তার অনুভব হয়, ঠিক তেমনে বিশ্বের কোন প্রান্তে মুসলিম আঘাতপ্রাপ্ত হলে সেটা সমগ্র মুসলিম উম্মাহর অন্তরে আঘাত লাগে। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম আছি ও থাকব, ইনশাআল্লাহ।পরিশেষে, শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইজরায়েলের পতাকা ও নেতানিয়াহুর কুশপৌত্তলিকা দাহ করে তৌহিদী জনতা।

 

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসমু বিল্লাহ।

 

 

বিক্ষোভ মিছিল পূর্ব  সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ও মহানগর সহ-সভাপতি যথাক্রমে হাফেজ আমিন উদ্দিন ও নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ না:গঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মুহা. যুবায়ের ও হাফেজ রবিউল ইসলাম, সেক্রেটারী বাশার,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর সভাপতি ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব,  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে আ. হান্নান ও মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL