নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ইজিবাইক তমা নামে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে চাপা দিয়ে পালিয়েছে। এসময় শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃতঘোষনা করেন।
সোমবার (১৬ অক্টোবর) ভোর ৫টায় ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তমা (৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হারিরাম ইউনিয়নের আমপুরা গ্রামের তছলিম মিয়ার মেয়ে। তারা স্বপরিবারে ফতুল্লার কাশিপুর ভোলাইল মিষ্টির দোকান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সজিব মাহমুদ জানান, তমা ঘুম থেকে উঠে বাসার সামনে গেইটের কাছে দাঁড়াতেই বেপরোয়া গতিতে আসা ইজিবাইক (ব্যাটারী চালিত অবৈধ বাহন) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন আশপাশের লোকজন তমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালককের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।