জেলা যুবলীগ নেতা শেখ সাফায়াত আলম সানি ও মো. আলী আকবর নির্দেশ’র ১৬ নং ওয়ার্ড যুবলী নেতা মো. রাহাত খান রাহুল এর নিজ উদ্যোগে শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেককাটার মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।
বুধবার ( ১৮ অক্টোবর ) বাদ এশা দেওভোগ ব্যাপারী পাড়া রাহাতের নিজ বাসভবনে দোয়া ও কেককেটে দিনটি পালন করা হয়।
যুবলীগ নেতা রাহাত বলেন, সেই দিন টিতে আমরা দুনিয়াতে আসিনাই। তবে আমরা অনুভব করতে পারছি। অবুঝ শিশু তখন বলেছিল আমি বড় হয়ে এর বিচার করব। সেই কুলাঙ্গারেরা বলেছিল চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। তখন বভনের উপরে নিয়ে শিশু শেখ রাসেলকে গুলি করে হত্যা করা হয়। শেখ রাসেল যদি জীবিত থাকতো তাহলে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করতে দিন – রাত এত কষ্ট করতে হত না। সেই দিনের হত্যাকান্ডেরর সাথে যারা জড়িত তাদের খুঁজে খুঁজে বের করে বিচারের আওতারা আনার দাবি জানাচ্ছি।
দোয়া ও কেক-কাটায় উপস্থিত ছিলেন, মো. সোহেল, মো. ফরহাদ গাজী, মো.দিয়ান, মো. সাগরসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।