শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৮ অক্টোবর ) বিকেলে দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধুসহ সকলকে নিশংস ভাবে গুলি চালিয়ে হত্যা করে। ঐ হত্যাকাণ্ডের দিনে শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে সেই কুলাঙ্গারেরা। অবুঝ শিশু তখন বলেছিল আমি বড় হয়ে এর বিচার করব। সেই থেকেই তার মায়ের কথা বলতে থাকে এবং সেই কুলাঙ্গারেরা বলেছিল চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। তখন দ্বিতীয় বা তৃতীয় তলায় নিয়ে শিশু শেখ রাসেল’র মাথার পিছন থেকে গুলি করে হত্যা করা হয়।
তারা আরও বলেন, ঐ দিনের হত্যাকান্ডের ঘটনায় হত্যা কারীরা এখনও ৩ জন জীবিত আছে। আমরা প্রধানমন্ত্রী’কে বলবো ঐ কুলাঙ্গারদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনা হউক।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সঞ্চালনায় আরে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সাবেক সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শহিদুল্লাহ সহ প্রমুখ।