1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গাজায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে আগুনে দগ্ধ যুবলীগ নেতার মৃত্যু জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আক্তার ও জাকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গাজায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে হিন্দু সম্প্রদায় বিক্ষোভ মিছিল গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে ওলামা দলের যোগদান গুলিবিদ্ধ কর্মীর বাড়ির পাশে সমাবেশ,খোঁজখবর নিলেন না লিডার,অশ্রু জড়ালেন আহত কর্মী দেশকে অপরাধের স্বর্গরাজ্য কায়েম করেছে শেখ হাসিনা- গিয়াসউদ্দিন

শাহিন শাহ্ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট খেলা টুনামেন্ট উদ্বোধন করলেন এইচ এম রাসেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৯৩ Time View

নারায়ণগঞ্জে শাহিন শাহ্ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট খেলা টুনামেন্ট- ২০২৩ ইং উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ডের র‍্যালির বাগান এলাকায় গণবিদ্যা স্কুল সংলগ্ন শর্ট পিচ নাইট ক্রিকেট টুনামেন্ট-২০২৩ ইং এর উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করে নাসিক ১৫ নং ওয়ার্ডের জনপ্রিয় মুখ বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এইচ এম রাসেল।

 

ক্রিকেট খেলা টুনামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এইচ এম রাসেল বলেন, “মরহুম শাহিন শাহ্ স্মৃতি শট পিচ নাইট ক্রিকেট টুনামেন্টের আয়োজকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যেখানে সমাজের একদল মাদকের সাথে সম্পৃক্ত সেখানে অত্র এলাকার যুব-তরুন সমাজ যে খেলার আয়োজন করে তাদের কাউন্টার দিয়েছে তাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৫নং ওয়ার্ডটাকে মাদকের জোন হিসেবে পরিচিত হিসেবে আখ্যায়িত করে। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে এ ওয়ার্ডটা পরিবর্তন হবে। আমি জিমখানাতেও যুব সমাজের ভাইদেরকে এরকম খেলার আগ্রহ দিয়েছি।”

 

তিনি আরোও বলেন, “আমরা যুব সমাজ থেকে আজকে মাকদকে না বলি! খেলাধূলা’কে হ্যা বলি। নারায়ণগঞ্জের-০৪ আসনের এমপি একেএম শামীম ওসমান ওমরাহ যাওয়ার আগে ও পরে তিনি মাদকের বিরুদ্বে করাকরি হুঁশিয়ারি দিয়েছেন। নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও শামীম ওসমান খেলাধূলা’কে পছন্দ করেন। আমরা শুধু দক্ষিন র‍্যালি বাগান নিয়ে নয় পুরো ১৫ নং ওয়ার্ড নিয়ে খেলা ধূলা করব। আসছে জাতীয় দ্বাদশ নির্বাচন এ নির্বাচনে খেয়াল রাখতে হবে কোন জঙ্গিগোষ্ঠির যেন উত্থান না হয়। দেশের উন্নয়নের পাশা-পাশি খেলাধূলায়ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা শামীম ওসমান এর জন্য দোয়া করবেন পূনরায় যাতে সরকার গঠন করতে পারে।”

 

 

শাহিন শাহ্ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট আয়োজকরা হলেন শামিম, গোপাল, মোঃ আকরাম, মোঃ আবির, মোঃ আসিফ ও মোঃ রোমান।

 

 

এছারা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাশেদুল ইসলাম রানা, সাইফুদ্দিন আহম্মেদ বাবু, মোঃ সোহেল, কাঞ্চন শেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL