ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের প্রতিরোধের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা-আত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২০শে অক্টোবর) বাদ জুম্মা নগরীর আলী আহম্মদ চুনকা মিলনায়তন চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠন এর নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে হাজারো মুসলিম ভাইয়েরা শহীদ হয়েছে। আগামী শনিবার সরকার রাষ্ট্রিয় ভাবে শোক ঘোষনা করেছে। আমি সরকারকে ধন্যবাদ দিতেচাই এরকম মহত উদ্যোগের জন্যে। আজকে কাদিয়ানীরা কোথায়! তাদের অমুসলিম ঘোষণা করা হোক। আহলে সুন্নাত ওয়াল জামা-আতের ডাকে আপনারা আজকে জমায়াত হয়েছেন আগামিতে আপনারা শাড়া দিবেন কিনা। আমরা নাকি বাতিলদের কাতারে। আমরা নাকি অপশক্তির আনন্দোলনে নাকি থাকিনা না। মুরুব্বি হুজুর আপনি যে মিথ্যা কথা বলেছেন বার বার প্রমাণিত হচ্ছে। আপনার বয়স হয়েছে আপনার প্রতি অনুরোধ করব আগামিতে বক্তব্য দিতে হলে চিন্তা ফিকির করে বক্তব্য দিবেন। তানা হলে মানুষ কিন্তু টেনে হিছড়ে মিম্বার থেকে নামিয়ে দিবে। মিথ্যার আশ্রয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। সুন্নিজামাত প্রত্যেকটা আনন্দোলনে জাপিয়ে পরে। আমরা চাই আপনার সাথে কাধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আপনি আমার ভাই আমার বুকের মধ্যে রাখ। কিন্তু মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত করবেন না।
এসময় সংগঠন এর সভাপতি মাওলানা মহিউদ্দিন হামেদীর সভাপতিত্বে ব্ক্তব্য রাখেন মাওলানা মুফতি ইকরাম হোসেন খান, মাওলানা সিরাজুল ইসলাম মুনির, মাওলানা আবু নাসের মোঃ মুছা, মাওলানা মুফতি আনিসুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম তাহেরী,মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম ফরাজী সহ প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ করেন। এসময় অসংখ্য সাধারণ মুসল্লীরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করে।