1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

শাহিন শাহ্ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট খেলা টুনামেন্ট উদ্বোধন করলেন এইচ এম রাসেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩২৪ Time View

নারায়ণগঞ্জে শাহিন শাহ্ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট খেলা টুনামেন্ট- ২০২৩ ইং উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ডের র‍্যালির বাগান এলাকায় গণবিদ্যা স্কুল সংলগ্ন শর্ট পিচ নাইট ক্রিকেট টুনামেন্ট-২০২৩ ইং এর উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করে নাসিক ১৫ নং ওয়ার্ডের জনপ্রিয় মুখ বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এইচ এম রাসেল।

 

ক্রিকেট খেলা টুনামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এইচ এম রাসেল বলেন, “মরহুম শাহিন শাহ্ স্মৃতি শট পিচ নাইট ক্রিকেট টুনামেন্টের আয়োজকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যেখানে সমাজের একদল মাদকের সাথে সম্পৃক্ত সেখানে অত্র এলাকার যুব-তরুন সমাজ যে খেলার আয়োজন করে তাদের কাউন্টার দিয়েছে তাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৫নং ওয়ার্ডটাকে মাদকের জোন হিসেবে পরিচিত হিসেবে আখ্যায়িত করে। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে এ ওয়ার্ডটা পরিবর্তন হবে। আমি জিমখানাতেও যুব সমাজের ভাইদেরকে এরকম খেলার আগ্রহ দিয়েছি।”

 

তিনি আরোও বলেন, “আমরা যুব সমাজ থেকে আজকে মাকদকে না বলি! খেলাধূলা’কে হ্যা বলি। নারায়ণগঞ্জের-০৪ আসনের এমপি একেএম শামীম ওসমান ওমরাহ যাওয়ার আগে ও পরে তিনি মাদকের বিরুদ্বে করাকরি হুঁশিয়ারি দিয়েছেন। নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও শামীম ওসমান খেলাধূলা’কে পছন্দ করেন। আমরা শুধু দক্ষিন র‍্যালি বাগান নিয়ে নয় পুরো ১৫ নং ওয়ার্ড নিয়ে খেলা ধূলা করব। আসছে জাতীয় দ্বাদশ নির্বাচন এ নির্বাচনে খেয়াল রাখতে হবে কোন জঙ্গিগোষ্ঠির যেন উত্থান না হয়। দেশের উন্নয়নের পাশা-পাশি খেলাধূলায়ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা শামীম ওসমান এর জন্য দোয়া করবেন পূনরায় যাতে সরকার গঠন করতে পারে।”

 

 

শাহিন শাহ্ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট আয়োজকরা হলেন শামিম, গোপাল, মোঃ আকরাম, মোঃ আবির, মোঃ আসিফ ও মোঃ রোমান।

 

 

এছারা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাশেদুল ইসলাম রানা, সাইফুদ্দিন আহম্মেদ বাবু, মোঃ সোহেল, কাঞ্চন শেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL