বন্দরে পৃথক ৩টি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খোকন মিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতকে শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খোকন মিয়া উল্লেখিত এলাকার মৃত সামছুদ্দিন মিয়া ছেলে। থানা সূত্রে জানিয়েছে, বন্দর থানার এসআই রোকনুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত শুক্রবার রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার ১৩(৮)১৬, ২১(৯)২২ ও ২০(৯)২২ নং মামলার পলাতক আসামী খোকন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।