বন্দরে চেক জালিয়াতি মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ফরিদ (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতকে শনিবার (২১ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী ফরিদ মিয়া উল্লেখিত এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এএসআই রিপনসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সিআর মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী ফরিদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।